অধরা সুখ: ইসতিয়াক আহমেদ তৌফিক।
মৃত্যু আসে,
আমার রাজ দরবেশে,
নর্তকী রূপে তাথিয়া তাথিয়া নেচে,সে যে
পরাণ কাড়ে বক্ষ ফেড়ে মোহের মুকুটে সেজে
আমি ফেলে যাই মোর যত্নে গড়া দেহ
আমি কেন যাই তা বুঝতে পারে না কেহ
আহা বড়ই করুণ এ জীবনরেখার সীমা
চোখে সীমাহীন অশ্রুবিন্দু জমা,
মাঝে মাঝে তাহা খসে পড়ে কিছু গলে
দুঃখ গ্রাসে কেঁদে কেঁদে মরি অধরা সুখের ছলেকেন রে কান্না তোর?
দেখিস না তুই মৃত্যু আসে খুলে এ জীবন-দোর
যদ্দিন আছিস কাঁদবি কেন–ভীষণ সুখের ধরা
দুঃখ-ব্যথার শীতল কাঁথা আদরে গায়ে জড়া
বোধ গেল নাকি–বসন্ত পেয়েও আফসোস কেউ রাখে
চোখ খুলে দেখ কান্নার সুরে জুঁই ফুল ফোটে শাখে
ক্ষোভ ভেসে যাবে জীবন নদে,প্রেম পড়ে রবে কূলে
সেই প্রেম সাথে যাবি চলে তুই জগৎ দুয়ার খুলে
বন্ধু সেরে যাবে সব সমল ক্ষত,কাটবে বেদনা ঘোর
থামা রে কান্না তোর–
শুভ্র কাফন মুছে দেবে সব তৃষ্ণা ক্ষুধার লোর
থামাবে কান্না তোর।যেদিন উথাল পাথাল দুখের সাগরে দেখবি মৃত্যু দেবী
কত সুন্দরী!এত সুন্দর ছাড়ি তাঁর পানে ছুটে যাবি
তাঁর আলো দেখে চোখ ঝলসাবে
গান শুনে কান মুক্তি পাবে
তাঁর অলক গন্ধে সোপিয়া দিবি নিজের পরাণ রবি
রূপ আছে কি আদৌ ভবে ,হুতাশে নিজেরে কবি।
সাখী করে দেবী নিয়ে চলে যাবে সুখের ডানা মেলে,
চলে যাবি তুই স্মৃতি-বিস্মৃতি,কান্না-কবিতা ফেলে–
তবুও কেন রে কান্না তোর?
হারিয়ে যাবে হারানোর জ্বালা,কাটবে বেদনা ঘোর।লেখক:এক্স ক্যাডেট বিসিসি, ইসতিয়াক আহমেদ তৌফিক estiak2097@gmail.com

অধরা সুখ:ইসতিয়াক আহমেদ তৌফিক