বিনোদন ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলকে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক রয়েছেন। তিনি অনন্ত জলিল।
এ অভিনেত্রী বলেন, তাকে নিয়ে আমরাও গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেরও একজন করেন। আর এভাবেই শাহরুখের সঙ্গে নিজ স্বামীকে তুলনা করেছেন বর্ষা।
ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’ মুক্তি পেতে যাচ্ছে। এটিই প্রথম কোনো সিনেমা যেখানে নিজস্ব প্রযোজনার বাইরে কোথায় কাজ করলেন এই তারকা জুটি। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে সিনেমাটির টিজার ও পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অভিনেত্রী বর্ষা।
এ সময় বর্ষা বলেন, কিছুদিন আগে শাহরুখ অভিনীত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। আমি তো সরাসরি ফেসবুক ব্যবহার করি না। আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে আপডেট রাখে সবসময়। আমাকে তারা দেখিয়ে বলেছে, ‘যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, প্রকৃত অর্থেই ভালোবাসে, তারা সবসময় এগুলো করে যে, শাহরুখের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের “দিন দ্যা ডে”র তুলনা করে।’
প্রসঙ্গত, মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে।