ডেস্ক নিউজ:আমাদের মধ্যে চিন্তার পরিচ্ছন্নতা থাকলে শিশু আছিয়াকে এই ছোট্ট বয়সে জীবন দিতে হতো না।
আমাদের চারপাশে কিছু মানুষের নোংরা মানসি কতা ও পাশ বিকতার কারনেই  শিশু আছিয়ার সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
অবিলম্বে শিশু আছিয়ার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ার ম্যান লে. কর্ণেল (অব:) হেলাল উদ্দিন।
আজ এবি পার্টি আয়োজিত চলমান গণইফতারের ১৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি  করেন। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনির এর  সঞ্চাল নায় গণইফতারে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহান গর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দু ল হালিম নান্নু, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল হেলাল আরও বলে ন, আমরা বিগত স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি ছাত্র জনতার নেতৃত্বে ।
গত জুলাই গণঅভ্যুত্থানে রিকশাওয়ালারা নায়কো চিত ভূমিকা পালন করেছেন, ঐ কঠিন সময়ে যখন অ্যাম্বুলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় বন্ধ করে দেওয়া হয়েছিলো, তখন আমাদের রিক শাওয়ালা ভাইয়ে রাই বিকল্প অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করে ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *