নিজস্ব প্রতিবেদক,যশোর: যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যাল য়ের সাবেক অর্থ নীতি বিভাগের প্রফেসর ডক্টর মোঃ শওকত আলীর সা থে যশোরের চৌগাছার কয়ারপাড়া গ্রাম বাসীর একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে প্রবীণ বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাবেক অধ্যাপক মসিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রফেসর ডক্টর মো:শওকতআলী।
তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কথা স্মরণ করে বলেন আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। এখন আমাদের সুযোগ এসে ছে।
তাই সবাই মিলে দেশকে সংস্কারের মাধ্যমে নতুন বাংলা দেশ গড়তে হবে।
তিনি বলেন আমি বিগত ১৫ বছর দেশে আসতে পারি নি। মানুষের সঙ্গে খোলা মেলা কথা বলতে পারিনি।
আমার স্যার বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদে ষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ,উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব) সাখাওয়াত হোসেন আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অনেকের সঙ্গে আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে খোলা মেলা কথাও বলেছি। আমি বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেশের চলমান সমস্যা গুলো তুলে ধরার চেষ্টা করেছি।
আমরা প্রবাসে যারা থাকি তারা সকলে মিলে গত ৫ আগস্টের আগে রেমিডেন্স যুদ্ধ করেছি।
দেশ নিয়ে এখন যারা ষড় যন্ত্র করছে তাদেরকে রুখতে অন্তবর্তী সরকারকে বিতর্কের উদ্ধেরেখে সকল ঐক্যব দ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন আমার জন্মস্থান চৌগাছার কয়াপা ড়া গ্রামের পিছিয়ে পড়া মানুষের শিক্ষার উন্নয়নেরজন্য একটি প্রাথমিক বিদ্যালয়,একটি লাই ব্রেরী প্রতিষ্ঠা কর তে চায়।
এজন্য তিনি এলাকার সকলের সহযোগিতা কামনাকরে ন। গত কয়েক বছর আগে আমার এলাকায় গ্রামী স্বাস্থ্য সেবার উন্নয়নে জমি দিয়ে রত্নাগর্ভা মা হামিদা আহাম্ম দের নামে একটি ক্লিনিক করার জন্য সহযো গিতা করে ছি।
এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার ক ল্যাণ টেস্টের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম,দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উ দ্দিনের প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যা পক মোঃ ইয়াকুব আলী, যশোর গেজেটের সম্পাদক মাসুদ পারভেজ প্রমূখ।
এর আগে ডক্টর শওকত আলীআমন্ত্রিত অতিথি ও গ্রাম বাসীকে নিয়ে তার পিতা আহমদ আলী সাহিত্যরত্ন ও তার রত্নাগর্ভা মা হামিদা আহাম্মূদ কবর জিয়ারত করে ন।
আজ রবিবার সকালে ডক্টর শওকত আলী ঢাকা থেকে যশোর বিমানবন্দরে এসে পৌঁছান।
এ সময় তাকে যশো র বার্তা সম্পাদক ও প্রকাশক অ ধ্যক্ষ শিহাব ঊদ্দীন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব এম সাই ফুল ইসলাম,চৌগাছা রি পোর্টার্স ক্লাবের সেক্রেটারী এম হাসান মাহমুদ, সাংবা দিক কবিরুল ইসলাম সা জ্জাদ হোসেনসহ অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।