চৌগাছা (যশোর) প্রতিণিধি ॥ যশোরের চৌগাছায় অর্পণ-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন পর্যালো চনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত বাণিজ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব আফরোজা পারভীন।

এ সময় তিনি বলেন সমাজে সমতা ফিরিয়ে আনতে নারী জাগারণ আবশ্যক। সঠিক পরিবেশ ও শিক্ষা দিতে পারলে নারীরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তিনি এ কথা
বলেন।

সভায় অর্পণ-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান উপধ্যাক্ষ অধ্যাপক শারমিনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, বিশিষ্ট লেখক, গবেষক ড. এবিএম ফাতেউর রহমান,ফাউন্ডেশনের পরিচালক রাফিউল আলম সিদ্দিকী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও আব্দুস সালাম, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, প্রভাষক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মহব্বত
আলী, সাবেক প্রধান শিক্ষক মহসিন আলী, গোলাম হোসেন, দাউদ হোসেন,ফাউন্ডেশনের সদস্য সাকিব ইসলাম, রিপন হোসেন, অর্পণ-দর্পণ স্মৃতি পাঠাগারের সভাপতি আসাদুজ্জা মান আসাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সাকিব ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ও ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচির আওতায় ২০ জন সুবিধা বঞ্চিত নারীর মাঝে একটি করে মা ছাগল বিতরণ করা হয়। একই
সাথে ৬৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়া শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের আনন্দপাঠ ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *