শাহীন সোহেল (যশোর) চৌগাছা প্রতিনিধি!! “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রানীয়ালী গ্রামের বাদাম বিক্রেতা সুফল মন্ডলের হাট ছিদ্র মেয়ের চিকিৎসার জন্য নগদ ১০,০০০৳ দশ (হাজার) টাকা ও মাসিক বাজার প্রদান করেন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
চৌগাছা পরিবার একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছা সেবী সংগঠন, ৪ জুলাই (মঙ্গলবার) বিকালে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত হয়ে তার বাড়িতে গিয়ে এই অর্থ প্রদান করেন।
জানা গেছে, সুফল মন্ডলের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী পল্লবী। জন্ম থেকেই তার হার্টে একটি ছিদ্র আছে। অসুস্থ পল্লবী ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা প্রক্রিয়াধীন আছে। এমন তার উন্নত চিকিৎসার জন্য ৪/৫ লাখ টাকা প্রয়োজন।
যেটা তার বাবা সুফল মন্ডলের পক্ষে এবং তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তাই তিনি বিভিন্ন বিত্তবানদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।
 চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যেটা পরিবারের পক্ষে সম্ভব নয় তাই তিনি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সহযোগিতা চেয়েছিলেন তাৎক্ষণিক ভাবে বিভিন্ন জায়গা থেকে সকল মানবতার ভাইদের অর্থিক সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির দিকনির্দেশনায় মান্নানের বাড়ীতে গিয়ে নগদ এই অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি আলী রেজা রাজু, মোঃ সোহাগ হোসেন, মোঃ সুলতান মাহমুদ, মোঃ সিফাত রহমান, মোঃ শহিদুল ইসলাম, দীপ্ত  বিশ্বাস, মোঃ রিফাত আহমেদ, মোঃ তারেক হোসেন, মোঃ ইমন হোসেন, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ শাহজিদ ইকন, মোঃ রাকিব হোসেন, মোঃ শাহিন কবির, মোঃ শাহিন কবির, মোঃ আছির উদ্দিন, মোঃ মেহেদী হাসান, মোঃ মুকুল হোসেন সহ প্রমুখ।
ইতোমধ্যে মানব কল্যাণে কাজ করে সংগঠনটি জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে।
বক্তব্যে তারা বলেন, আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে।
আরও বলেন, চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *