ডেস্ক নিউজ:জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।
স্বৈরাচার পতন আন্দোলনেও তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
পতিত ফ্যাসীবাদ সরকার লুটপাটের অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।
পাচারকৃত অর্থ ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন।
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১০ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এর  সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতা রে আরও বক্তব্য রাখেন এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জা মান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কৃষি বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক সহ সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যাপক মঈ ন উদ্দিন খান রিপন আরো বলেন, আমরা দেখেছি জুলাই ছাত্র আন্দোলনে রাজনৈতি ক দলগুলোর মধ্যে সবার আগে এবি পার্টি রাজপথে নেমে এসেছিলেন।
এছাড়া বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবি পার্টি লড়াই ছিলো চোখে পরার মতো।
আমরা  আর কোন চাঁদাবাজ তৈরি হতে দিবো না, এই দেশের মালিক আপনারা, দেশটা কারো বাবার বা কারো স্বামীর না।
সীমাহীন দূর্নীতির পথ চিরতরে রুদ্ধ করেই বাংলা দেশ কে এগিয়ে নিতে হবে। শেখ পরিবার হলেন চোরের পরিবার, এদের কাজই ছিলো লুটপাট করা দেশের টাকা পাচার করা ।
লুটের টাকা ফেরত নিয়ে আসতে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্ব র্তী কালীন সরকারকে আহবান জানান তিনি। অনেকেই গত সরকা রের সময় বিড়াল ছিলো এখন দেখি অনেকেই টকশোতে লাফা লাফি  করছে যা আমরা গত ১৬ বছর দেখতে পাই নাই বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও এখনো আ মাদের নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত,গত কয়েকদিনে যে পরিমাণ ধর্ষণের নিউজ আসছে, তা দেখে আমাদের ভাবিয়ে তুলছে এবং আমাদের মনকে বিষিয়ে তুলছে ।
সেনা রাস্তায় থাকা অবস্থায় কি করে ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিন তাই হচ্ছে এসবের জন্য অন্তর্বর্তী কালীন সরকারকে জবাব দিতে হবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রেখে বলেন, আইনশৃঙ্খলার এই অবনতির মধ্যে কি করে সুষ্ঠু নির্বাচন করবেন ?
আগে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নিন, তারপর নির্বাচনে র কথা ভাবু ন। এমন নাজুক পরিস্থিতিতে  কোনভাবে ই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। 
গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক (
ঢাকা) শাহজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবা ও জনক ল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ,যুবপার্টির দফ তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালি ম নান্নু, শরন চৌধুরী,মশিউর রহমান মিলু, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, এবি যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদে র, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহান গরী, যুবপার্টি ও ছাত্র পক্ষের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।
One thought on “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ব্যাতিরেকে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মঈন উদ্দিন খান ”
  1. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ব্যাতিরেকে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মঈন উদ্দিন খান 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *