Breaking News

আওয়ামীলীগকে পুণর্বাসিত করতে অতীতের মত আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত: :এবি পার্টি

ঝিনাইদহ প্রতিনিধি :“আওয়ামীলীগের বাকশালী ও ফ‍্যা সিবাদী রাজনীতি অতীতেও প্রত‍্যখ‍্যাত হয়েছিল।

মানুষ তাদের সন্ত্রাসবাদী নৃশংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তাদেরকে বিতাড়িত করেছিল।

কিন্তু বিএনপি-জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব এবং অশুভ রাজ নীতি ১৯৯৬ সালে আওয়ামীলীগকে দীর্ঘ দিন পরে হলেও রাজনীতিতে ফিরিয়ে এনেছিল।

বর্তমানে আবারও আওয়ামীলীগকে পুণর্বাসিত করতে অতীতের মত বিএনপি-জামায়াত দ্বন্দ্ব শুরু করেছে”; আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার শৈলকুপায় দলীয় প্রার্থী অ‍্যাডভেকেট মতিউরের পক্ষে প্রচারণা অনু ষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন এবি পার্টির চেয়া রম্যা ন মজিবুর রহমান মঞ্জু।

তিনি আক্ষেপ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে খালেদা জিয়া এখনও জেলখানায় বন্দী থাকতো আর জামায়াতকে নিষিদ্ধ দল হিসেবে আওয়ামীলীগের মত চোরা গোপ্তা রাজনীতি করতে হতো।

এক বছর না পেরুতেই এই দুই বড় দলের যে আচরণ আমরা দেখলাম তাতে হতাশ না হয়ে উপায় নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঝিনাইদহ- ১ আসনে এবি পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ‍্যাডভোকেট মতিয়ার রহমানকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই সমর্থনে আজ শৈলকুপার রামচন্দ্রপুর মাঠে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শৈলকূপা উপজেলা আহ্বায়ক মো.শাহীন আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউ জ্জামান খোকন, এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপ স্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সহকারী জুলাই অভ্যুত্থান বিষ য়ক সম্পাদক রাশেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব নাজমুস সায়াদাত।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এলাকার গুণি-জন দের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি গুণি জনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন; পুরোনো দিনের রাজনীতি মানেই হলো নিজেদের বাহাদুরি প্রচার করা আর প্রতিশোধ ও প্রতিহিংসা জারী রাখা। লাশের উপর দিয়ে ক্ষমতার বদল হয়, একদল জে লে যায় এবং আরেকদল এসে সব দখল করে।

জনগণ এসবের উপর ক্ষুব্ধ ও বিরক্ত বলেই ২৪ এর গণবিস্ফোরণ ঘটেছে। ফলে এবার একটি দলকে দলবল, গোষ্ঠীসহ সীমান্তের ওপারে পালাতে হয়েছে।

তিনি বলেন নির্বাচন মানে যদি হয় শুধু ক্ষমতা বদল তাহ লে সেটাতো ইতিমধ্যে হয়ে গেছে। এবারের নির্বাচনকে যদি আমরা নিয়ম ও ইতিহাস বদলের নির্বাচন বানাতে পারি তাহলেই কেবল দেশের মুক্তি আসতে পারে।

তিনি আরোও বলেন, আমাদের শহীদেরা ফ্যাসিস্ট হাসি নার হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন কিন্তু আমরা শহীদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মান করতে পারি নাই।

আমরা টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই, রাষ্ট্র আমাদের অধিকার ফিরে দেয় নাই।

রাষ্ট্র আমাদের মৌলিক চাহিদা পূরন করতে পারে নাই। তাই আগামী নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে পরিণত করার মধ্যে দিয়ে জুলাইয়ের শহীদদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হবে।

 

About admin

Check Also

শৈলকুপা হাসপাতালে ৬০ ভায়ালএন্টিভেনম প্রদান শোলকুপো আঞ্চলিক কথা কওয়া গুষ্টির 

মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)ঃসোমবার দুপু রে  ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার  সামা জিক সংগঠন শোলকুপো আঞ্চলিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *