:হুমায়ূন কবীর:
আগুনের দিনগুলো শেষ হলে আবার আসবো ফিরে তোমার শীতল ছায়াই।
কবিতা ভুলে যেয়ো না তুমি আমাকে।
গল্প বন্ধ করো না তোমার বিস্তৃত খাতা।
আমি আবার ফিরে পেতে চাই আমার মাটি।
আমি বারবার তোমাতেই ভালো থাকি।
মাটির দূর্বা আকাশের পাখনা আর কল্পনার রং আর কল্পনার গান।
আমি খুব ভালোবাসি।
আগুনের দিনগুলো শেষ হলে
আমি যেনো আবার তোমাকে ভালোবাসতে পারি।