ঢাকা অফিস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলে ছেন, আজকের শিশুরা আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। এই শিশুদের আওয়ামী ফ্যাসি বাদী সরকার বিপ দগামীর পথে ঠেলে দিয়েছে।
পথশিশুদের হাতে বই-কলম তুলে না দিয়ে তাদের কে দিয়ে আওয়ামী লীগের নেতার মাদক বিক্রি ও সেবন করিয়েছে।
জামায়াতে ইসলামী পথ শিশুদের জন্য ঢাকা শহরে বস্তি ভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার কাজ করছে।
গত সোমবার (২৭ জানুয়ারী) সকালে রাজধানীর জুরাইন এলাকা য় জামায়াতে ইসলামীর পরিচালিত ৫টি বস্তি ভিত্তিক স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 তিনি আরও বলেন, কোন জনপদের শিশুদের অবহেলা করা যাবে না। মনে রাখতে হবে, কয়লা পুড়িয়ে সোনা তৈরি হয়।
তাই সকল ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠীর শিশুদের সমান অধিকার দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কর্ণ ধার হিসেবে তাদেরকে তৈরি করতে হবে।
মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার আন্তরিক হলে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
ইবতেদায়ী শিক্ষকদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি, ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনে র আওতায় আনার দাবি জানিয়ে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে ইবতেদায়ী শিক্ষকগণ রাষ্ট্র কর্তৃ ক বৈষম্যে র শিকার।
বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষককে বেত নের নামে সরকার ৩ হাজার ৫ টাকা ভিক্ষা দিচ্ছে। একজন সহকারী শিক্ষ ককে ৩ হাজার ২০০ টাকা দেওয়া হয়।
সরকারের কাছে প্রশ্ন, এই টাকায় একটি পরিবার নয়, একজন ব্যক্তি চলতে পারে কিনা বিবে চনা করুন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যত সুযোগ- সুবিধা পায়, ইবতে দায়ী মাদ্রাসার শিক্ষকদের একই সুযোগ-সুবিধার ব্যবস্থা করুন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, বিগত বছর গুলোতে জামায়াতে ইস লামীকে উন্মুক্ত পরিবে শে সমাজ সেবা করতে দেওয়া হয়নি।
তবুও জামায়াতে ইসলামী সমাজ সেবা থেকে একদি নের জন্যও বিরত ছিল না। কেন আমাদেরকে মানুষের কাছে আসতে দেওয়া হয়নি, কেন আমরা সমাজ সেবা করতে গিয়ে হামলা-মামলা আর জেল-জুলুমের শিকার হতে হয়েছে?
তার একমাত্র কারণ জামায়াতে ইসলামী সমাজের মানুষের কাছে যেতে পারলে আলোকিত সমাজ ও আলোকিত মানুষ গড়ে তুলবে।
আর আলোকিত সমাজ ও আলোকিত মানুষ তৈরি হলে আওয়ামী লীগ এদে শের মানুষকে শোষণ করতে পারবে না, ভারতের আধি পত্য বিস্তারের সুযোগ থাকবে না।
জামায়াতে ইসলামীর স্লোগান হচ্ছে, আল্লাহর আইন চাই, সৎ লো কের শাসন চাই। আমরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সৎ ও দক্ষ নেতৃত্ব সৃষ্টির কাজ করছি।
জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে, আমরা ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে সকল বৈষম্য দূর করে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে প্রস্তুত।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান ও বই উৎসব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্যামপুর-কদমতলী জোন পরিচালক জয় নাল আবেদীন, কদম তলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শ্যামপুর-যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা জাকির হোসে ন প্রমুখ।
One thought on “আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধারঃ নূরুল ইসলাম বুলবুল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *