আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘী উপজেলা সদর সান্তাহার পৌর ও এর আশ-পাশ এলাকায় চলছে শৈত্যপ্র বাহ।

এতে এলাকায়  জেকে বসেছে  শীত। তীব্র শীত  ও কুয়াশার দাপটে কাহিল হয়ে পরেছে বয়স্ক  ছিন্নমূল সহ সর্বশ্রেণী পেশার মানুষ।
রাত থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা চাদ রে ঢেকে থাকছে এলাকা। দিন দিন কুয়াশা র  দাপট বেড়ে চলছে।
এতে করে তীব্র শীত ও কুয়াশার প্রভাব থে কে রক্ষা পেতে এলাকা র সর্বশ্রেণী পেশার মানুষ এখন শীত  বস্ত্রের দোকানগু লোতে কেনাকাটা নিয়ে ব্যস্তহয়ে পারেছে।
 
গত কয়েক দিন ধরে আদমদিঘী উপজেলা সদর  সান্তাহার পৌর ও এর আশপাশের এলাকায়  জেকে বসেছে শীত।
তীব্র শীত ও কুয়াশার চদরে ঢেকে যায় এলাকা। সেই সাথে ফলে শীতের  দাপট বেড়েছে গাছে । বুধবার সারাদিন  সূর্যের দেখা মিলেনি। 
ফলে শীত ও কুয়াশা প্রভাব থেকে রক্ষা পেতে শিশু কিশোরেরা খড়কুটা জ্বালিয়ে শরীরে আগুনের তাপ নিচ্ছেন।
এছাড়াও  সবশ্রে ণী পেশার মানুষ শীত বস্ত্রে র  দোকানে কেনাকাটা নিয়ে ব্যস্ত।
এরমধ্যে সান্তাহার শহরের রেল গেটের ভিত রে পুরাতন কাপড় এর দোকানে, বিদে শি পুরাতন লেপ, সুয়েটা র, জ্যাকে ট,কম্বল, চাদর, মাফলারসহ শীতে র বিভিন্ন ধরনের গরম কাপরের দোকানে ভীড় বেশি দেখা যায়।
উপজেলার কায়েত পাড়া গ্রামের কৃষক বেলাল  হোসেন  বলেন কয়েক দিন ধরে শীত বেড়ে ছে।
অল্প কয়েক দিনের মধ্যে ইরি বোরোধান রোপন করার  কাজ শুরু হবে এরক শীত ,কুয়াশা অব্যাহত থাকলে  ইরি-বোরো ধান রোপনে র কাজে বিঘ্ন  ঘট বে।
সান্তাহার রেল গেটের ভিতরের পুরাতন কাপ ড় এর মার্কেটের দোকানী বাবুল বলেন মাত্র কয়েক দিন হচ্ছে শীত বেশি পরছে।

এবার  গরম কাপরের তেমন বেচা-কেনা নে ই। তার পরও বেচা-কেনা ভালোর আশায় দিন পার করা হচ্ছে।#

One thought on “আদমদিঘীতে জেঁকে বসেছে শীত কাহিল  ছিন্নমূলসহ সব বয়সী মানুষ”
  1. আদমদিঘীতে জেঁকে বসেছে শীত
    কাহিল  ছিন্নমূলসহ সব বয়সী মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *