আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদিঘীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পতিপক্ষের মারপিটে এক নরীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
আহত হলেম উপজেলার কাল্লাপড়া গ্রামের আবু বক্কর সরদার (৭০) তার মেয়ে খোরশেদা (৪০) ছেলে ময়েন সরদার (৩৮) আ লামিন (২৬)। আহতদের আদমদিঘী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবারের পক্ষ থেকে জানাযায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল হামিদ এবং সিদ্দিকের পরি বারের লোকজন বৃহস্প তিবার সকাল ৭টারদিকে বক্করের বাড়ির সামনে লাঠি হাসুয়াসহ তার পরিবারের উপর চড়াও হয়ে হামলা চালিয়ে মারপিট করে।
এতে আবু বক্কর তার এক মেয়ে এবং দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে লোকজন তাদের উদ্ধার করে আদমদিঘী উপ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে আবু বক্ক রের পরিবারের পক্ষ থেকে জানা গেছে।