Breaking News

আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘীতে বিএ নপির এক বিশাল কমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার সান্দিড়া গ্রামের দীঘীরপার প্রাথ৷মিক বিদ্যালয় চত্তরে সান্তাহার ইউনিয়নের ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যাগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পা দক মোতালেব হোসে নের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতি থির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, এসময় উপস্থিত ছিলে ন আদমদিঘী উপ জেলা বিএনপির সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রফেসার গোলাম মোস্তফা, কামরুল ইস লাম মধু, মুক্তা, সান্তাহার পৌর বিএ নপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আ লী, সান্তাহার পৌর বিএ নপির সাংগঠনিক সম্পাদক ইন্জি নিয়ার দিলদার হোসেন জুয়েল, সহসাধারণ সম্পাদক রাকি বুল হাসান সুজন, সান্তা হার পৌর মহিলা দলের সভাপ তি মুক্তা, চাপাপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক চাপাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, কুন্দুগাম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীনুর আল ম মজনু, বিএনপি নেতা তুফান, ইউসুফ, আলম সরদার, হে লাল,বাবু, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার কমকার, যুবদল নেতা জিকো, হান্নান, টিটু, জীবনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত