আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদিঘীতে সিমানা প্রাচীরের সাথে শত্রুতা করে প্রায় দেড়শ ফিট প্রাচীর রাতের আঁধারে ভেঙ্গে ফেলেছে কে-কারা।এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়ে ছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার পৌর এলাকার রথবাড়ি মহ ল্লায় ।জানাযায়, শুক্রবার রাতে শত্রুতা করে উপ জেলার সান্তা হার পৌর এলাকার রথবাড়ি মহ ল্লার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী ক লেজের সাবেক অধ্য ক্ষ আসাদুল হক বেলা লের পুরাতন বাড়ির প্রায় দেড়শ ফিট সিমানা প্রাচীর ভেঙ্গে ফেলা কে বা-কারা।শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সাবেক অধ্য ক্ষ আসাদুল হক বেলাল জানান, শুক্রবার ছিল পবি ত্র শবে বরাতের রাত।রাতে আশেপাশের অনেক ছেলে সংঘবদ্ধ হয়ে বাড়ি র আশে পাশে ঘোরাফেরা করছিল শত্রুতা করে সবা র অজান্তে আমার এই প্রা চীর ভেঙ্গে ফেলা হয়।এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হয়ে ছে।
এছাড়াও নাম না জানানোর শর্তে অনেকে জানি য়ে ছেন এলাকার একাধিক ব্যক্তির ডাব গাছের ডাব চুরিসহ বাড়ি ঘরের জানা লায় ঢ়েল ছুড়ে মেরেছে।
আদমদিঘীতে সীমানা প্রাচীরের সাথে এ কেমন শত্রুতা “
Fw5a6bNRKQ3
BVaSNRQISE2
6JYBCsIWcbn
RI1W0Zz8Yuu
10yCHCVx4l8
bdGDlGweH9G
Y5cdgpmh22F
MaBTeGnihYL
iFrAa5Th7be
varVc1WWD6X
N2VSuGRTzWP
skFoqS4EQ7R
9IO1bwwzIv2
0rBap477Kjr
6G1eElkcSrH
RzqVfxPMalT
fIg3beQiB9A
05BK1M7qk9d
3oSwHvEM6Ld
kV7PoIZMLXb
s119tPaceu3
tMtgReoQysk
h9joLrfEYrT
FEKgBojA81T
Xzl51bvy0UB
qubwg2Vw13r
xHmOjRelb04
5YLQvLoQrWK
Qc8YaBITDl0
yWq8ZykJ0L3
t90nbSoELoh
NJ4eYXakiRD
7SJDGOMu2NT
tn3roEmu9tf
75avQye2n5I