আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে ছিনতা ইকা রী চক্র এক ব্যবসায়ীর পথরোধ করে ছুরিকাঘাতে আহত করে মটরসাইকেল ছিনতাইসহ এক কৃষককের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানাগাছে।
জানাযায়, মঙ্গলবার ভোরে উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুরগ্রামের বিজয় চন্দ্র কুন্ডুর ছেলে গুড় ব্যবসায়ী বিদ্যু ত কুন্ড (৩৫) নাটোর গুড়ের আড়তে যাওয়র উদ্যশে বাড়ি
থেকে বের হলে নিজ গ্রামের পাশে বড়পুল স্কুল এলাকায় একদল ছিনতাকারী তার পথরোধ করে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে তার কাছে টাকা পয়সাসহ তার ব্যবহীত
মটরসাইকেল ছিনতাই করে নিয়ে গাছে। পরে তার আত্বচিৎ কারে এলাকাবাসি এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে একই রাতে উপজেলার সান্তাহার পৌরসভা এলা কার দুই নম্বর ওয়ার্ডের উপর পোঁওতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে লিটনের গোয়ালঘর থেকে চোরেরা প্রায় তিন লক্ষ্য টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গাছে।
এবিষয়ে আদমদীঘি থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিষযটি শুনেছি তবে কোন অভিযোগ পাওয়া যায় নি।