আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মহাসড়কে পথচারী ও যানবাহন আটকে হাতি দিয়ে চাঁদা তোলার সময় মহাসড়কের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ক্যাভার্ড ভ্যানের এর ধাক্কায় মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম (৫২) ও তার পিতা লোকমান হোসেন (৭২) নিহত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ সময় ক্যাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা
ক্যাভার্ড ভ্যান, ওই হাতি ও হাতির মাউথ কাউসার (২৮) কে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরনে জানাযায়,শনিবার সকাল সাড়ে ৯ টারদিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল নামক স্থানে মহাসড়কের উপর একটি হাতি নিয়ে মাউথ কাউসার পতচারী ও যানবাহন আটক করে চাঁদা আদায় করছিল। এ সময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল গ্রামের বাসিন্দা ও আদমদীঘি আদমিয়া মাদ্রাসার আরবি মৌলবী শিক্ষক জাহিদুল ইসলাম ও তার পিতা লোকমান হোসেন বাড়ি থেকে মোরটসাইকেল যোগে
আদমদীঘিতে কর্মস্থলে যাওয়ার পথে হাতিকে পাশকাটার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্টো-ম-১১-৬৭৮৬ নম্বর একটি ক্যাভার্ড ভ্যান মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম ও তার বাবা লোকমান হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্ররুত তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা

স্বাস্থ্য কমলে-ক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনার পর ক্যাভার্ড ভ্যান চালক পালিয়ে
গেলেও স্থানীয় লোকজন ক্যাভার্ড ভ্যান, ও নওগাঁ জেলার মান্দা থানার প্রসাদপুর এলাকার বেলাল হোসেনের ছেলে হাতির মাউথ কাউসারকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে। ক্যাভার্ড ভ্যান, হাতিটি জব্দ সহ হাতির মাউথ কাউসারকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ##

 

One thought on “আদমদীঘিতে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র নিহত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *