আদমদীঘি (বগুড়) প্রতিনিধ ঃ বৃহস্পতিবার দুপুরে উপজে লায় মতবিনিময় সভা করেছেন বগুড়া জেলা প্রশাসক হোস না আফরোজা।

এদিন দুপুর ১২টায় নবনির্মিত সভাকড়্গে অনুষ্ঠিত মতবি নিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নি র্বাহী অফিসার রম্নমান আফরোজ। মতবিনিময় সভায় দুর্নীতি ও মাদকের বি¯ত্মার প্রতিরোধ, উপজেলার সাšত্মাহার পৌর সভা ও জং শন শহরের ভয়াবহ যানজট নিরসন, উপজেলার মৃত বীর মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন/ সৎকারেরর্ বকেয়া টাকা পরিশোধ এবং শিড়্গা প্রতিষ্ঠান সমুহের নানা সমস্যা পর্যায় ক্রমে সমাধানের পদড়্গপে নেয়া হবে বলে জানান প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল ফাহাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুক দার, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ আতোয়ার হোসেন, গণমাধ্যম কর্মী হাফিজার রহমান, উপ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এবং আদমদীঘি-দুপচাচিয়া সার্কেলের সিনি য়ন সহকারি পুলিশ সুপার নাজরান রউফ প্রমুখ। মতবিনিময় সভার পুর্বে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের জন্য নবনি র্মিত আধুনিক সভাকড়্গরে উদ্বোধন করেন। এছারাও তিনি সাšত্মাহার পৌরসভা পরিদর্শন করেন। #