আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ মঙ্গলবার দুপুরে আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পরে পানিতে ডুবে মিঠাইবর্মন নামের দুই বছর বয়সের এক মিশুর মূত্যু হয়েছে। শিশু মিঠাই বর্মন উপজেলার কুন্দুগ্রাম বাজারএলাকার নিল বাবু চন্দ্র বর্মনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, এদিন দুপুরে মিঠাই বর্মন বড়ির পাশে পুকুরের পারে খেলা করার পুকুরে পরে পানতে ডুবে মারাযায়। তার পরিবারের লোকজন আশেপাশে খোজাখুজি করে পরে পুকুরে তার লাশ দেখতে পায়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ঘটসাথলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রীয়া চলছে।