আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘিতে সনাতন
ধর্মামলম্বীদের দূর্গাপুজা উপলক্ষে এলাকার পুজামন্ডপ পরি দর্শন করলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।

তিনি উপজেলার ৬টি উনিযন ও সান্তাহার পৌরসভা এলাকা র সবগুলো পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্থানী য় পূজাঁ উৎযাপন পরিচালনা কমিটির নেতৃবর্গের হাতে আর্থি ক সহায়তা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের লোকজ নের সাথে কথা বলেন। এসময় তিনি সনাতন ধর্মামলম্বীদের উদ্যেশে বলেন আপনারা কারোও ভয়ে মাথানত করবেন না। আপনাদের সাথে বিএনপির নেতাকর্মীরা আছে।

যারা সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ উৎসব বেঘাত ঘটানোর চেষ্টা করবে তাদের সঠিক জবাব দেওয়া হবে। বাংলাদেশের মাটিতে খুনী, চোর, লুটেরা, জমি দখলবাদের ঠাই নেই। এরা বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারবেনা । তাদের সকল কর্ম কান্ডের বিচার হবে। এবার উপজেলার ৬টি ইউনিয়ন সান্তা হার পৌরসভা মিলে মোট ৬১টি পুজামন্ডপে র্দুগাপূজা অ নুষ্টিত হচ্ছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *