আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পারিবারিক কাজ না করায় মারুফ হোসেন নামের এক নিরাপত্তা কর্মিকে মারধরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় নির্যাতনের শিকার ওই নিরাপত্তা কর্মি বাদি হয়ে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানাযয়, রোববার আদমদীঘি উপজেলার নস রতপুর ইউপির সাওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের নিরাপত্তা কর্মি মারুফ হোসেনকে দিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক প্রায় তার বাসায় নিয়ে পারিবারিক কাজ করে নেন। এছাড়া তার ছোট দুই নাতিকে বিদ্যালয়ে এনে দেখ ভাল করে নিতেন।
শনিবার ওই দুই নাতিকে তার মা নিয়ে গেলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে।
গালিগালাজ করতে নিষেধ করায় প্রধান শিক্ষ তাকে শারী কির নির্যাতন করেন। এ ঘটনাটি বিদ্যালয়ের এ্যাডক কমি টির সভাপতি ফারুক হোসেনকে জানালে তিনি ব্যবস্থার আশ্বাস দেন।
এতে পরদিন রোববার দুপুরে বিদ্যালয়ে কর্ম রত থাকা অবস্থায় অপর শিক্ষক ও শিক্ষার্তিদের সামনে একই ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্ষিপ্ত হয়ে এলোপাথ্যারি ভাবে মারধর করে আহত করেন।
পরে আহত নিরাপত্তা কর্মি আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় এবং প্রধান শিক্ষকের বিচার চয়ে রোববার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
সাওইল স্কুলপাড়ার অধিকাংশ ব্যক্তিরা জানান, ওই প্রধান শিক্ষকের রবিরুদ্ধে ছাত্রকে পিটানো সংক্রান্ত বিষয়ে এক বার সাসপেন্ট করা হয়েছিল।
প্রধান শিক্ষক এজাজুল হককে মোবাইল ফোনে যোগাযোগ করা # তিনি ফোন রিসিপ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ
অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।#