আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ সোমাবার বগুড়ার আদমদীঘিতে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৩ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এদিন দুপুরে দেশের বৃহৎ সান্তাহারএলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)তে প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুলইসলাম খান রাজু।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক,

আদমদীঘি সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মগদুবুল ইসলাম, নসরতপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরেশ চন্দ্র মাহাতো, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী আহমেদ আলী স্বপন, কৃষক ইউনুছ আলী, মিলার রেজাউল ইসলাম বাচ্চু, মতিউর রহমান স্বপন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সান্তাহার সিএসডি (কেন্দ্রীয় সংরক্ষনাগার)
ব্যবস্থাপক হারুন-অর রশিদ।

উদ্বোধনী দিনে মেসার্স নাহিদ অটোমেটিক চালকল,মেসার্স মুশফিক চালকল ও রহমান চালকলের নিকট থেকে একশ’ মেট্টিক চাল ও কৃষক ইউনুছ আলীর নিকট থেকে তিন মেট্টিক ধান সংগ্রহ ও মুল্য সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *