আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ মহান মে দিবস শ্রমিক উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যাগে বিভিন্ন কর্মসুচী পালন করা হযেছে।
কর্মসুচীর মধ্যেছিল এদিন সকালে স্থানীয় কার্যাললে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বেলা সাড়ে ১০টায় সান্তাহার মহরে বনাঢ়্য র্যালী প্রদিক্ষণ শেষে সান্তাহারস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
অত্র ইউনিয়নের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্যে রাখেন উক্ত ইউনিয়নের সাধারন সম্পাদক মো ঃ আফজাল হোসেন, সহসভাপতি মোঃ এলাহী, সহসাধারন
সম্পাদক উজ্জল হোসেন, অর্থ সম্পাদক আসলাম হোসেন,দপ্তর সম্পাদক আলম হোসেন,মুক্তার হোসেন, দীপ দেবনাথসহ প্রমুখ। বক্তারা বলেন রোড,সিমেন্টসহ নির্মান সামগ্রীর দ্রব্যমূল্যের কারনে নির্মান কাজ প্রায় বন্ধের পথে ফলে আমারা পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছি। আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরন করা হয়। ##