আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপ জেলা বিএনপি নেতা মাহফুজুল হক টিকন নামে এক নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ মিলেছে।

উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের বা সিন্দা ও ব্যবসায়ী শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের মাধ্যমে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত
অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি বলেছেন ২৩ আগস্ট রাত ১১টার দিকে
মাহফুজুল হক টিকন আমাকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন।

তার দাবী করা চাঁদা না দিলে চার/পাঁচটা মামলার আসামী করার হুমকি দেয়।

টিকন আরো বলেন আপনার ভাই শাহিনুর ইসলামের নিকট চাঁদা না পেয়ে একটি মামলায় আসামী করেছি। টাকা না দি লে আপনার জন্য এর চেয়ে ভয়াবহ অবস্থা অপেক্ষা কর ছে। এতে করে আমি ভয় পেয়ে যাই।

এসময় আমিএলাকায় ছিলাম না। ভয়ে ভীত হয়ে আমি আ মার ভাগিনা আবু শামি মকে দিয়ে ৩০ হাজার টাকায় রফা করি এবং তার মাধ্যমে মাহফুজুল হক টিকনকে টাকা প্রদান করি। এসংক্রান্ত অডি ও কল রেকর্ড এবং টাকা প্রদানের ভিডিও রয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালু কদারের সাথে মোবাইল ফোনে ফোনে যোগাযোগ করা হলে তিনি
অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়টি এলাকার ব্যবসায়ীদের ছরিয়ে পরলে আতংক সৃষ্টি হযেছে। এব্যাপারে বিএনপি নেতা মাহফুজুল হক টিক নের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিবলেন, অভিযোগকারি শফিকুল ইসলামের সাথে আমার কোনজানা শোনা নাই, এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *