আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘিতে বগুড়া জে লা বেবী ট্যাাক্স্রী অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজঃ ৮৫৫ শ্রমিকদের মেয়ের বিয়ের অনুদানের
টাকা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার সান্তাহারস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অত্র শ্রমিক উনিয়নের আহবায়ক আব্দুল মান্না নের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্তিত ছিলেন আদম দীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, আদ মদীঘি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার, আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান, সান্তাহার পৌর বিএনপির সভা পতি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন হোসেন ভুট্টু, সাংঙ্গঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক সাবেক ক্উান্সিলর ওয়াহেদুল ইসলাম অত্র শ্রমিক ইউণিয়নের সদস্যসহ আমন্ত্রিত অতিথিগন বক্ত ব্য রাখেন। আলোচনা শেষে উক্ত শ্রমিক উনিয়নের ১৪ জন সদস্যকে তাদের মেয়ের বিয়ের জন্য অনুদানের টাকা প্রদান করা হয়। ##