Breaking News

আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে এনসিপি’র অঙ্গীকার: আরিফুল ইসলাম তপু

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি::“ফাইট ফর চেঞ্জ অ্যান্ড জাস্টিস” পরিবর্তন ও ন্যায়ের সংগ্রামের এই মূলম ন্ত্রকে সামনে রেখে বাংলাদেশপন্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এগিয়ে যাচ্ছে আধি পত্যবাদমুক্ত ও ন্যায়ভিত্তি ক নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে।

বাগাতিপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এ বং নাটোর-১ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যা শী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু বলেন,“জুলাই সনদ আমাদের নতুন দিকনির্দেশনা। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধি কার ও মর্যাদা সুনিশ্চিত হবে।”

তিনি আরও বলেন,“এনসিপি জনগণের দল— এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, বরং জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু।”

প্রভাষক তপু, যিনি একজন প্রগতিশীল সমাজচিন্তক, সাং বাদিক-কলামিস্ট ও মানবাধিকার কর্মী হিসেবেও পরিচি ত, স্থানীয় পর্যায়ে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বি চার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এ সময় উপজেলা এনসিপির নেতৃবৃন্দ ও কর্মীরা “ইনকি লাব জিন্দাবাদ”, “এনসিপি জিন্দাবাদ” শ্লোগানে উজ্জীবি ত হয়ে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

 

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে এনসিপি’র অঙ্গীকার: আরিফুল ইসলাম তপু