ডেস্ক নিউজ: আজ পহেলা বৈশাখ। ১৪৩২ বঙ্গা ব্দ। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাংলার প্রত্যেক ঘরে ঘরে উৎসবের আমেজ।
রঙিন পোশাকে, ঐতিহ্যবাহী আয়োজনে, আনন্দ শোভাযাত্রা, জা রি, সারি, লোকগান, লোকজ মেলা এবং বাংলার ঐতিহ্যবাহী খে লাধুলা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশ আজ নতুন বছরকে বরণ করেছে।
জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী, ঢাকা সহ দেশের আটটি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও উপজেলা সদরে নানা আয়ো জনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
এদিকে পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায় তাদের ঐতিহ্য বাহী বর্ষবরণ উৎসব আয়োজন করে।
তিন দিনব্যাপী ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসব, চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব এবং মারমা সম্প্রদা য়ের সাংগ্রাই উৎসবের মধ্যে দিয়ে উদ্যাপিত হয় বর্ষবরণ উৎসব। বর্ষবরণ উপলক্ষে মারমা সম্প্রদা য়ের তিন দিনব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে।