মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সসড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাস কের কার্যালয়ের সামনে গিয়ে শেষ।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলো চনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলি শ সুপার ফৌজিয়া হাবিব খান, জেলা প্রবীণ হিতোষী সংঘের সভাপতি আব্বাস আলী সরদার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জে লা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, রানীএনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খান, রিসোর্স ইন্টিগ্রেশনসেন্টার রিক এর নওগাঁ এরিয়া ম্যানেজার আসমামুল হাসান, নওগাঁ
সদর উপজেলার শাখার ব্যবস্থাপক ববি রাণী, নওগাঁ জো নের সরকারি অফিসার নাজমুল হুসাইনসহ অন্যান্যরা। অনু ষ্ঠানে প্রবীণ হৈতষী সংঘের সদস্য ও গন্যম্যান ব্যক্তিবর্গ উপ স্থিত ছিলেন।