সাতক্ষীরা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলা মীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আত œশুদ্ধি অর্জনের মাধ্যমে আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনও বৈষম্য থাকবে না।
কোনও চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ থাকবে না। সব ধর্মবর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকা রের ভিত্তিতে বসবাস করবে।
দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। এর মাধ্যমে একটি কল্যাণমুখী দেশ হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিন ব্যাপি সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায় তনে অনুষ্ঠিত শিক্ষা শিবি রের প্রধান অতিথির বক্ত ব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লা হর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জা মায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লা হ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামা য়াতের সাবেক আমী র মুহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।
শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, অধ্যাপক ওমর ফারুক, জেলা, অফিস সেক্রেটারী মাও লানা রুহুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়ি ত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্যদের দিন ব্যাপি শি ক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জে নারেল মাওলানা এটিএম মাসুম আতœশুদ্ধির উপর আলোচনা রেখে বলেন, তাজ কিয়া হলো আত্মশুদ্ধি, অভ্যন্তরীণ পবিত্রতা, আ ত্মিক উন্নতি, চারিত্রিক উৎকর্ষ ইত্যাদি।
বিশেষ করে মানব চরিত্রের নেতিবাচক গুণাবলি, যথা লা লসা, অন্যায় বাসনা, পরনিন্দা, মিথ্যা, হিংসা, পরশ্রী কাতরতা, আত্মপ্র চার, আত্মঅহংকার, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হওয়া।
একজন মোমিনের প্রকৃত সাফল্য এই তাজকিয়ার ওপরই নির্ভর করে।
তিনি মহাগ্রন্থ আল কোরআনের সুরা আশ শামসএর ৯ নম্বর আয়াতের উদ্বৃত্তি দিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘প্রকৃত তারাই সফল হলো, যারা আত্মশুদ্ধি অর্জন করল।’
তাজকিয়া মোমিন জীবনে লক্ষ্য অর্জনের অনন্য পাথেয়,যা মানুষকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে সাহায্য করে।
তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আতœশুদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।
আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই–জামায়াত নেতা এটিএম মাসুম
By