Breaking News

আমার দেশ রিপোর্টারের ওপর হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ :

ঢাকা অফিস:১৯ অক্টোবর ২০২৫ ইংরাজধানীর গুল শানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হাম লার ঘটনায়নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাং লাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহ মান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদু জ্জামান ফুয়াদ ।
১৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় বিএনপি চেয়ার পার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের উপর হামলা করা হয়, এতে তিনি আহত হন।
নেতৃবৃন্দ বলেন এই হামলা গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অন্তরায় এবং ফ্যাসিবাদ আমলের সাংবাদি কদের উপর দমন নিপীড়নের ধারাবাহিকতার আলাম তের কথাই মনে করিয়ে দেয় ।
তাঁরা উল্লেখ করেন, বিগত ফ্যাসীবাদের সময় সত্য প্রকাশের দায়ে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়।
পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকদের উপর নেমে আসে সীমাহীন জুলুম। এখন আবার সেই পত্রিকার সাংবাদিকে র উপর হামলা বিএনপির রাজনৈতিক আদর্শের চরম পরিপন্থী।
নেতৃবৃন্দ হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক আইনগত ও দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

About admin

Check Also

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ ও শোডাউন

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনো ন …

2 comments

  1. আমার দেশ রিপোর্টারের ওপর হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *