এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে বাজারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে।
অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূল ক শাস্তিদিতে হবে। সোমবার বেলা ১১টায় শহরের মুক্তি র মোড়ে কনজ্যুমারঅ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ কমিটি আয়োজিতমানববন্ধন থেকে এই দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বাসদ নওগাঁ জেলাকমিটির সভাপতি জয়নাল আবে দিন বলেন, বাংলাদেশ এখন একটি কঠিনসময় পার করছে।
সুখী সমৃদ্ধ মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েজু লাই-আগস্টে ছাত্র-জনতা অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচা রের পতন করতে সক্ষমহয়েছে।
কিন্তু বর্তমান অন্তবর্তী সরকার বাজার নিয়ন্ত্রণ করতে না পারায়দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় অভ্যুত্থা নের স্বপ্ন ধলিসাৎ হতেবসেছে।
এখন এক কেজি আলু কিনতে হচ্ছে ৭৫-৮০ টাকায়, পেঁয়াজেরদাম ১২০ টাকা কেজি, সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫-১৭০ টাকা।দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষঅসহায় জীবন-যাপ ন করছে। একশ্রেণির ব্যবসায়ীর সিন্ডিকেট আরসরকার বাজার মনিটরিং করতে ব্যর্থ হওয়ায় কারণে এ অবস্থার সৃষ্টিহয়েছে।
ক্যাব নওগাঁ কমিটির সভাপতি আজাদুল ইসলাম আজা দ বলেন,গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচার সরকা রের পতন হলেও বাজারসিন্ডিকেটকারী ও চাঁদাবাজ দের এখনও পতন হয়নি। তারা বহাল আছে।
এই শ্রেণির কারণে সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতারবাইরে চলে যাচ্ছে। এই অসাধু চক্র ভেঙ্গে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোরব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ মহা দেবপুর উপজেলাকমিটির আহ্বায়ক কালিপদ সরকা র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁজেলা কমিটির আ হ্বায়ক মিজানুর রহমান, ক্যাব নওগাঁ কমিটির সদস্য ও নওগাঁ জেলা নজরুল একাডেমির সদস্য শাহিনা আক্তার, নাট্য অভিনেতাএমএ হামিদ, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএমআজাদ হো সেন প্রমুখ। মানববন্ধন শেষে দুপুরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে
আট দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ক্যাবের পক্ষ থেকেনওগাঁ জেলা প্রশাসকের মাধ্য মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরমহাপরিচা লক বরাবর লেখা স্মারকলিপি প্রদান করা হয়।
দুপুর সাড়ে ১২টারদিকে ক্যাব নওগাঁ কমিটির প্রতিনি ধিদের কাছ থেকে স্মারকলিপিগ্রহণ করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা।