Breaking News

আস সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাটের বিএনপির সমাবেশ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে আগে চারটা আসন ছিল, এখন তিনটা। এখান কার বড় বড় নেতাদের সঙ্গে লড়াই হবে, তবে আমি ভয় পাই না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ জয় ছিনিয়ে আনব।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কদমতলা স্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগে রহাটের মোল্লাহাটে বিএনপির আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব কথা বলেন  বি এনপির  নির্বাহী কমিটির সদস্য অ্যা ডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১৩ বার বিভিন্ন
নির্বাচনে অংশ নিয়েছি, এর মধ্যে ১১ বার জয় পেয়েছি।
দুটি সংসদ নির্বাচনে হেরেছি একবার শেখ হেলালের কাছে, আ রেকবার শেখ হাসিনার বিপ¶ে।  এই দীর্ঘ ১৭ বছর নি।জের বাড়িতে আসতে পারিনি, বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারিনি, ঈদের আনন্দও ভাগ করতে পারিনি।
এখন আমি ফিরে এসেছি।  এখন আপনারা যদি এইভাবে একটু ভাবেন—যে সারাজীবন দৌঁড়ে বেড়িয়েছি, এখন একটু আপনাদের সাথে থাকতে চাই।
আমি কথা দিচ্ছি, এই মোল্লাহাটের মাটিকে সারা দেশের সাম নে উজ্জ্বল করবে।
সেই তেজ আমার বুকে আছে ইনশাআল্লাহ।” সমাবেশে উপ স্থিত ছিলেন খুলনা বি.এল. কলেজের সাবেক ভিপি ও খুল না মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর জামান অপু, মো. হেকমত শেখ, মো. হাসমত মোল্লা, মুশফিকুর শেখ, গোপাল শেখ, কাকা মোল্লা, মোল্লাহাট উপজেলা বিএনপির
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল জামান শিমুল, ৯ নম্বর কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু শেখ, গোলা ম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও বিএনপি’র  নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়া হিদুজ্জামান দীপু।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …