স্টাফ রিপোর্টার (যশোর) ॥ ইতালি লিভর্ন শাখা বিএনপির নতুন কমিটি গঠন হয়েছে। ৪২ সদস্য বিশিষ্ট কমিটির সভা পতি নির্বাচিত হয়েছেন যশোরের চৌগাছার কৃতি সন্তান আ ফিল উদ্দিন দফাদার। সাধারণ সম্পাদক হয়েছেন অপর বাংলাদেশি আশিক মিয়া ও সহ সাধারণ সম্পাদক হয়েছেন হাচান আলী।

গত ২২ সেপ্টম্বর ইতালি শাখা বিএনপির সভাপতি আমিনুর রহমানসালাম ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন স্বা ক্ষরিত নতুনএই কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে সং শ্লিষ্ট সূত্র নিশ্চিতকরেছেন।

আফিল উদ্দিন দফাদার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলীদফাদার পাড়ায় জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মৃত আবুলহোসেন দফাদার। তিনি চৌগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদারের পোতা ছেলে।

জানা গেছে, আফিল উদ্দিন দফাদার প্রায় দুই দশক ধরে প্রবাসীজীবন যাপন শুরু করেন। প্রথমে সিঙ্গাপুর ও পরব র্তীতে ইটালিতেপাড়ি জমান। তিনি এর আগে ইতালি নাপো লী শাখা যুবদলের সভা পতির দায়িত্ব পালন করেন।

এছাড়া সাবেক ছাত্রদলের অর্গানাইজেশনের সদস্য সচিব ছিলেন। বিএনপি যখন যে কর্মসূচি ঘোষনা করেছে তিনি স্থানীয় বিএনপি ও তার হযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শতভাগ সফল করার চেষ্টা করেছেন।

তার উপর দল যে নতুন দায়িত্ব দিয়েছেন তা সঠি ক ভাবে পালনে দেশ ও দেশের বাইরের সকলের কাছে দোয়া ও সামর্থন চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *