চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চৌগাছা শাখার উদ্যোগে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংক” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৫’টায় ব্যাংক প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক লিঃ চৌগাছা শাখার ব্যবস্থাপক মোঃ মাহাফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম. মোস্তানিছুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শফিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা, সাংবাদিকসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল লতিফ।