বিশেষ প্রতিনিধি:ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান উল্লেখ করে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছে ন ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান ,প্রাকৃতিক দূর্যো গ, শৈত্য প্রবাহ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ধর্ম দেখে ক্ষতি করে না।
ক্ষতিগ্রস্ত হয় সমাজের সব স্তরের মানুষ। তাই জা মায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় শুধু মানুষ হিসেবে।
তিনি বলেন আমরা দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠীর বিবেচনা করি না। কারণ এটাই ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ। ইসলামে বৈষম্যের কোন সুযোগ নাই। ইসলাম হচ্ছে আলোকিত সমাজ গঠনের এক মাত্র দৃষ্টান্ত।
তিনি বলেন জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষ সাংবিধানিক অধিকার যথাযথ পাবে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বী দের ধর্ম পালন করতে দেওয়া হবে না।
কিন্তু ইতিহাস সাক্ষী মক্কা বিজয়ের পর সেখানকার ভিন্ন ধর্মাবল ম্বীদের নিরাপত্তা এবং অধিকার লুন্ঠিত হয়নি বরং ভিন্ন ধর্মাবল ম্বীদের জান ও মালের সুর ক্ষা নিশ্চিত হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতি ষ্ঠা করা হলে, এখানকার প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।
রাষ্ট্রীয় সহায়তায় যেভাবে মসজিদের উন্নয়ন হবে একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ের উন্নয়ন করা হবে।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে ডেমরার সারুলিয়ার হাজী নগর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, দাঁড়িপাল্লা প্রতিক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ কে বিচারিক হত্যা করা হয়েছে, হামলা-মামলা দিয়ে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলো কিন্তু জামা য়াতে ইসলামী এক সেকেন্ডের জন্যও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, হবে না।
জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কা র ও সমাজ সেবা। আমরা সমাজ সেবা করার সুযোগ পেয়েছি।
জনগণ আমাদের সমাজ সং স্কার করার সুযোগ দিলে, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিবে।
তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি সব ধর্ম বর্ণের মানুষকে জামা য়াতের নেতৃত্বের উপর আস্থা ও বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীর প্রতি সমথর্ন দেও য়ার আহ্বান জানান।
জামায়াতের ডেমরা মধ্য থানা আ মীর মোহাম্মদ আলী’র সভাপ তিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণে র সহকারী সেক্রেটারী এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন জামায়াতের ঢাকা মহান গরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসা ইন, ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও সমাজ কল্যাণ বিভাগীয় সম্পাদক শাহীন আহমেদ খান।
ডেমরা পশ্চিম থানা আমীর মাওলানা মিজানুর রহমা নের সঞ্চা লনা অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেল্লা মন্দিরের পরিহিত মরণ সরদার, জামায়াতের ডেমরা থানা পেশাজীবি বিভাগের সভাপতি মাও লানা ডা. সায়েদুল হক পাটোয়ারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মাহিম, সারুলিয়া বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী গিয়াস উদ্দিন,জামায়াতের পেশাজীবি বিভাগের দায়ি ত্বশীল নুর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডেমরা থানা সভাপতি ইসমাইল হোসেন, ডেমরা পশ্চিম থানা জামায়াতে ইসলামীর সেক্রে টারী কামাল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বী ৩ শতাধিক পরিবা রের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণী আমীর মো.নূরু ল ইসলাম বুলবুল।
One thought on “ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান:.নূরুল ইসলাম বুলবুল”
  1. ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান:.নূরুল ইসলাম বুলবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *