Breaking News

ইসির সঙ্গে জামায়াতে ইসলামী বৈঠকে বসেছে

ঢাকা অফিস:নির্বাচন কমিশনের সাতে বৈঠকে বসেছে বাংলা দেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভব নে এই বৈঠক শুরু হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

জামায়াতে ইসলামীর পক্ষে থেকে এ বৈঠকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের ,এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দি ন সরকার, মতিউর রহমান আকন্দ ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলো চনার প্রেক্ষিতে নানা সুপারিশ ইসির সঙ্গে জামায়াতের বৈঠ কে উঠে আসবে।

অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয়ে তো এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।

আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

এরই মধ্যে জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে।

সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনাও যেমন রয়েছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোটেরও প্রস্তাব রয়েছে। গণভোট কবে হবে তা নির্ভর করছে সরকা রের সিদ্ধান্তের ওপর।

About admin

Check Also

গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়ে গণসংযোগকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন …

One comment

  1. ইসির সঙ্গে জামায়াতে ইসলামী বৈঠকে বসেছে