মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ সদর উপজেলার আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত পরিবারদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের নারচি গ্রামে অবস্থিত আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় নমস্কার মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল, ডিএম আওয়াল আতা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন জানিয়েছেন সদর উপজেলার ৯টি পৃথক আশ্রায়ণ নিবাসে বসবাসরত ৩১০টি পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরনকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, লবন, লাচ্ছা সেমাই, মশুর ডাল, ছোলা ও দুধ। ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আশ্রায়ণ বাসিন্দারা।