মোঃ ফখরুল ইসলাম (যশোর) ::যশোরের চৌগাছায় এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১শ’ ১৪ জন এবং উপ জেলার দুটি কলেজ ও তিনটি মাদরাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
উপজেলার ১২ কলেজ ও ৩ মাদরাসা থেকে মোট ১ হাজার ৮শ’ ৬৩ জন শিক্ষার্থী এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কলেজ থেকে অংশগ্রহণ করে ১ হাজার ৭শ’ ৭৩ জন এবং মাদরাসা থেকে অংশ নেয় ৯০ জন।
কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন। মাদরাসা থেকে ১৭ জন।
উপজেলায় মোট ফেল করেছে ২শ’ ৬৬ শিক্ষার্থী।
উপজেলায় ১২ কলেজের গড় পাসের হার ৮৪.৯৯%। এবং তিন মাদরাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
যশোর বোর্ডের ১৩ কলেজের শতভাগ পাসের মধ্যে চৌগাছা য় রয়েছে ২ কলেজ।
একটি এসএম হাবিবুর রহমান পৌর কলেজ ও অন্যটি মাড়ু য়া ইউসুফ খান কলেজিয়েট স্কুল।
এসএম হাবিবুর রহমান পৌর কলেজ থেকে ১’শ ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলে পাস করেছে।
এই কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ১৮ শিক্ষার্থী। মাড়ুয়া ইউসুফ খান কলেজিয়েট স্কুল থেকে ৩২ জন অংশগ্রহণকরে ৩২ পাস করেছে।
চৌগাছা কামিল মাদরাসা থেকে ৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৬০ জন পাস করেছে।
এই মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। সিংহঝুলি ও ডিএমসি আলিম মাদরাসা থেকে ২০ জন করে অংশ নিয়ে সকলেই পাস করেছে। এই দুই মাদরাসা থেকে ২ জন করে ৪ জন জিপিএ ৫ পেয়েছে।
এদিকে জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে এবিসিডি কলেজ।
এই কলেজ থেকে ৩’শ ৩৭ জন অংশগ্রহণ করে ৩’শ ৩৩ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। পাসের হার ৯৯. ১১%
চৌগাছা সরকারি কলেজ থকে ৪’শ ৪৮ জন অংশ নিয়ে ২’শ ৭৯ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৫ জন। পাসের হার ৮১ %।
এছাড়া উপজেলার কাটগড়া কলেজ থেকে ২’শ ৭৮ জন অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৮ জন।
পাসের হার ৭০%। সলুয়া কলেজে পাসের হার ৬৮%, জিসি বি কলেজে পাসের হার ৮২%, তরিকুল ইসলাম পৌর কলে জে থেকে ১০৬ জন অংশ গ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। পাসের হার ৮৫%।