মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ-০৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় ফিরলেন এমপি আনার রাস্তায় দাঁড়িয়ে থেকে হাজার হাজার মানুষ বরন করলেন তাদের প্রিয় নেতাকে।
গত ২৬শে নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যা লয় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলটির সাধারন সম্পা দক ওবায়দুল কাদের মনোনয়নের চুড়ান্ত  তালিকা প্রকাশ করেন। এতে ঝিনাইদহ-০৪ আসনে তৃতীয় বারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান বর্তমান সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার। মনোনয়ন পাবারপর ঢাকা থেকে ফেরার পথে হাটগোপালপুর বাজারে পৌঁছালে নির্বাচনী এলাকার আওয়ামীলীগের সকল ইউনিটের নের্তবৃন্দ তাকে স্বাগত জানিয়ে ফুলের মালা পরিয়ে  দিয়ে বরন করে নেন। এরপর সকল নেতাকর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। কয়েক হাজার মটর সাইকেল,ও অসংখ্য প্রাইভেটকার, মাক্রবাস নিয়ে ঝিনাইদহ-০৪ নির্বাচনী এলাকার কুশবাড়িয়া বাজারে প্রথম পথসভা করেন। এরপর মটরসাইকেল ও প্রাইভেটকার মাক্রবাস শোভাযাত্রা নিয়ে কোলা বাজার হয়ে গাজীর বাজার, দিঘারপাড়া বাজার, বসুন্দিয়া মোড়, মঙ্গলপৈতা বাজার হয়ে বারবাজার পৌঁছান। বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আওয়ামীলীগের হাজার  হাজার পুরুষ ও মহিলা নেতা কর্মিদের নিয়ে বর্তমান সংসদ আনোয়ারুল আজীম আনারকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়। উক্ত পথসভায় সাংসদ আনোয়ারুল আজীম আনার নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন,  দেশনেত্রী শেখ হাসিনা আবারো নৌকা প্রতিক দিয়ে আমাকে পাঠিয়েছেন আপনাদের মাঝে । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো পূর্বের ন্যায়  নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তিনি আরও বলেন, দলের মনোনয়ন একাধিক ব্যক্তি চাইতেই পারেন।
আমরা সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাপক্ষে কাজ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। পথসভা শেষে শোভাযাত্রাটি কালীগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশ রাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যন শিব লী নোমানী, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক গোলাম রসুল , সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যন রাশেদ শমশের ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *