তানভীর আলম স্বপন,খুলনা: ১৫ই এপ্রিল, শনিবার ” ওব্যাট হেল্পার্স খুলনা” খালিশপুর নিউ-কলোনী ওব্যাট প্রাইমারী স্কুল হল রুমে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করে। আইএসডিসিএম খুলনার প্রকল্প কমকর্তা মো: হুমায়ুন কবিরের সসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১০ ওবং ১২নং ওয়ার্ড কাউন্সিল কাজী তালাত হোসেন কাউট ও মো: মমনিরুজ্জামান মনির। এছাড়া ও উপস্হিত ছিলেন ১১,১২ ও ১৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল পারভীন আক্তার, ওব্যাট মনিটোরিং অফিসার শারজিল জিলানী সহ সকল শিক্ষক -শিক্ষিকা ও ওব্যাট থিংক ট্যাংক খুলনার সদস্যবৃন্দ। ওব্যাট হেল্পাস কে ধন্যবাদ জানিয়েছেন রমজান সামগ্রী পাওয়া দরিদ্র পরিবার বর্গ।
তারা বলেছেন ওব্যাট তাদের কে যে সামগ্রী দিয়েছে তাতে তাদের অনায়াসে ১০ থেকে ১২ দিন চলে যাবে। বতমান সময় এমন কিছু সাহায্য করা সত্যিই একটি মহৎ কাজ বলে দাবি করেন তারা।