Breaking News
ইন্টারনেট
কমনওয়েলথ গেমস।

কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত

২০ বছর পর ফের কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে ভারত। বুধবার দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর, ২০৩০ সালের গেমস আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ শহরকে।

চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ৩১ আগস্ট। গেমস আয়োজনের পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।কানাডা আগেই প্রস্তাব প্রত্যাহার করায় ভারতের সম্ভাবনা বেড়েছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।

আইওএ জানিয়েছে, ভারত গেমসে শুটিং, কুস্তি, তিরন্দাজি, কবাডি, খো খো-র মতো দেশীয় খেলাগুলো অন্তর্ভুক্ত করতে চায়, যেখানে পদক জয়ের সম্ভাবনা বেশি। ২০১০ সালে দিল্লিতে গেমস আয়োজন করেছিল ভারত, তবে সে সময় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছিল। এবার সেই অভিজ্ঞতা মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে আরও সুশৃঙ্খল ও সফল আয়োজনের।

About নিউজ ডেক্স

Check Also

নওগাঁয় বয়সভত্তিকি ক্রিকেটার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫-২৬ সিজনের …