মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে অবহিতকরণ ও পরিকল্পণা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে (বৃহষ্পতিবার) দিন ব্যাপী উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির সহযোগিতায় উপজেলা কৃষি অফিস কালীগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিস ম্প্রসারন অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝিনাইদহের উপ পরিচালক মো: আজগর আলীর সভাপতিত্বেপ্রধান বক্তা ছিলেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালকরমেশ চন্দ্র ঘোষ।বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহবুবআ লম রনি, কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো: আসাদুজ্জামান ,কোটচাদপুর উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, মহেশপুর উপজেলা কৃষিকর্মকর্তা মোছা: ইয়াসমিন সুলতানা প্রমুখ। কর্মশালায়কালীগঞ্জ,কোটচাদপুর এবং মহেশপুর উপজেলার ৯০জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।