মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে কবরস্থান দখল করার অভিযোগ উঠেছে।
উপজেলার জামাল ইউনিয়নের উল্ল্যা দক্ষিণপাড়া কবর স্থানটি দির্ঘদিন ধরে মৃত মানুষের দাফনের জন্য ব্যবহৃ ত হয়ে আসছে।
কিন্তু উল্ল্যা গ্রামের মৃত আব্দুল হামিদ শিকদারের ৪ ছেলে আব্দুল মজিদ শিকদার, দুদু শিকদার, আব্দুল গফুর শিক দার ও আব্দুল ছোবহান শিকদার নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে।
রেকর্ডের সূত্র ধরে মৃত আব্দুল হামিদ শিকদারের ৪ ছেলে মালিকানা দাবি করে আসছে। উক্ত স্থানে গ্রামের মৃত ব্যক্তি দের কবরস্থ করতে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ গ্রাম বাসির। তারা ভুয়া মালিকানা দাবি করে গ্রামে অশান্তি সৃষ্টি করছে। ফলে যে কান সময় সামাজিক কোন্দল সৃষ্টি হতে পারে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সিএস মৌজা উল্ল্যা ৯৭ সিএস দাগ নম্বর ১২৪১, ১৯৫৭।
খতিয়ান নম্বর ৮১০। এসএ খতিয়ান নম্বর ৮৬৭ দাগ নম্বর ১২৪১, ১৯৫৭ উক্ত এস এ রেকর্ডের মন্তব্য কলামে বলা হয়ে ছে গ্রামস্থ মুসলমান সম্প্রদায়ের দখল করে মৃত মানুষের কবরস্থ করে।
এছাড়া আরএস খতিয়ান নম্বর ৮৩ জমির পরিমান ৭ শতাং শ, ১১৭ খতিয়ানে জমির পরিমাণ ৭ শতক, ৯৯ খতিয়ানে জমির পরিমান ৭ শতক।
২৯৯ খতিয়ানে জমির পরিমান ৭ শতক মোট জমির পরিমাণ ২৮ শতক। এসব জমি সবার অজান্তে আব্দুল হামিদ শিকদা রের ৪ ছেলে তাদের নামে রেকর্ড করে নেন।
উল্ল্যা দক্ষিণপাড়া কবরস্থান কমিটির সভাপতি মোঃ আবু তালেব বিশ্বাস জানান, কবরস্থানের জমিটি ব্যক্তির নামে রেকর্ড হওয়ায় সাধারন মানুষ বিপদে পড়েছে।
রেকর্ডটি সংশোধন না হলে মুসলিম সম্প্রদায়ের মৃত ব্যক্তি দের কবরস্থ করতে ভোগান্তিতে পড়তে হবে।
এছাড়া বিষয়টি নিয়ে যে কোন সময় সামাজিক কোন্দলের সৃষ্টি হতে পারে।
ফলে এখনই আইনগতভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে দাবি তার।