Breaking News

কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম দুই জনের অবস্থা আশংকাজনক

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্ব›েদ্ব আপন চাচাত ভাইয়েদের হামলা চালিয়ে অপর তিন চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো-আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)।
আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশং কাজ নক অবস্থায় বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফকে যশোর সদর রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মৎস্য বাজা রের এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরি ফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই মনিরুলদের সাথে দ্ব›দ্ব চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্ট্যান্ড মাছ বাজারের আড় তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন।
এদিন মাছ বিক্রি নিয়ে চাচাতো ভাইদের সাথে কথা কা টাকাটি হয়। কিছু সময় পরই  তাদের আপন চাচাতো ভাই ফারাসপুর গ্রামের মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮-১০ জন জোট বেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কু. পিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইস লাম বলেন, ব্যাবসায়ীক দ্ব›েদ্ব চাচাতো ভাইদের মধ্যে মা রামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আ ইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *