মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকে ফেনসিডিল ও গাঁজাসহ মোছাঃ রত্না বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার (মহিষাহাটি) গ্রামের কেরামত মন্ডলের মেয়ে।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রোববার (১৪ মে-২৩) তারিখে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি এদিন বিকাল সাড়ে ৫ টার সময় সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রত্নাকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।