মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব খাঁ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার বারবা জারের বাডেদিহি গ্রামের টিপু সুলতানের ছেলে বলে জানি য়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে তার নিজ বাড়িতে মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান বিপ্লব।
বারোবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হায়াত মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এখন মরদেহ উদ্ধার করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।