মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইমন (১৭) ও আজিম (১৬) নামের ২জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা ১২টায় দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ^র গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম একই গ্রামের জয়নুদ্দির ছেলে।
নিহত ইমন ও আজিম কালীগঞ্জ থেকে নলডাঙ্গা আসার পথে গুঞ্জনগর রাজবাড়ী নামকস্থানে পৌছালে এ্যাপাচি গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে মেহগনী গাছের সাথে ধাক্কা খেলে ইমন ঘটনাস্থলে মৃত্যুবরন করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।