Breaking News

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম: থানায় মামলা

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:ঝিনাইদহের কালী গঞ্জে আসাদুজ্জামান সনেট নামের এক সাংবাদি ককে কুপিয়ে গুরুত্বর জখম করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বারবাজার মা জার রোডে আনোয়ার হোসেন নামে এক সন্ত্রাসী সনেট কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

গুরুত্বর জখম অবস্থায় রাতেই তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক সনেট দৈনিক আমাদের কন্ঠ ও রুপান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিদিন হিসাবে কর্মরত আছেন।

বুধবার সকালে সনেট বাদী হয়ে একজনকে আসামী করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক সনেট জা নায়,  মঙ্গলবার রাত ১০ টার দিকে বারবাজার গাজী কালু চম্পাবতি মাজার সড়ক দিয়ে বাদেডিহি বাড়িতে যাচ্ছিল।
পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী একই এলা কার মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন আ নার (২৬) তার পথরোধ করে।
এ সময় সাংবাদিক সনেট গতি রোধের কারন ও তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারনও জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি ও এক পর্ষায়ে আ নোয়ারের কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে।
আহত সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।  কুড়ালের কোপে সনেটের মাথায় ৫ টি সেলায় দেওয়া হয়েছে।
এদিকে সাংবাদিকের উপর হামলার শুনে, রাতেই স্থানীয় সাংবাদকর্মী, থানা পুলিশ ও কালীগঞ্জ উপজেলা বিএন পির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসার খোজখবর এবং  ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তারের দাবি করেন।

কালীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইস লাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীকে আটকে রাতেই বারবাজার ফাঁড়িকে নির্দেশ দিয়েছেন।

পুলিশ দ্রæততম সময়েই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবে বলে জানান তিনি।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …