মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি
কালীগঞ্জে শাফিন আহম্মেদ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১১ মার্চ বিকালে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ঝিনাইদহের কালীগঞ্জ বলিদাপাড়া কওমি মাদ্রাসার হেফজ শাখার ছাত্র। এ ঘটনায় ওই ছাত্রের পিতা শনিবার রাতে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেছেন।

নিখোঁজ ছাত্রের পিতা সদর থানার মহারাজপুর গ্রামের খায়রুল ইসলাম জানান, ছেলে শাফিন কালীগঞ্জ বলিদাপাড়া কওমি মাদ্রাসায় পড়ে। ঘটনার দিন বিকালে শাফিন তার নানা কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রামের এনামুল হকের বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যার পর খোজ নিয়ে জানা যায় সে মাদ্রাসাতে যায়নি।

পরে আত্বীয় স্বজন সহ অনেক স্থানে খুজেও তাকে পাওয়া যায়নি। তিনি জানান, শাফিন ওইদিন তার নানা বাড়ী থেকে নসিমন গাড়ীতে করে শহরের নলডাঙ্গা ষ্টান্ডে নামে। শহরের একটি সিসি ক্যামেরায় তাকে দেখাও গেছে।

কিন্তু রাত অবধি মাদ্রাসাতে পৌছাইনি। সেই থেকে গত ১০ দিনেও নিখোঁজ শাফিনের কোন সন্ধান না
মেলাতে পরিবারে সদস্যরা অপহরন আতংকে ভ’গছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের
একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *