মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরর স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আ জিম আনার।
এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাাঙ্গনে সংক্ষিপ্ত আলো চনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহনাজ পারভিন, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম রসুল, কাউন্সিলর বদিউজ্জামান সাজু সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম
প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনো য়ারুল আজিম আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।
এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়।
মসজিদ মাদারাস, রাস্তা ও ব্রীজসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস।
তারা নির্বাচন সামনে এলেই জালাও পোড়াও করে মানুষের সম্পদ ধ্বংস করে। প্রধান অতিথি দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *