চৌগাছা প্রতিনধি:যশোরের চৌগাছা নতুন প্রতিষ্ঠান কুরিয়ার সার্ভিস ২৪ লিমিটেড চৌগাছা শাখা থেকে আজ ৪ মে ( বৃহস্পতিবার) কবি শাহীন মাহাবুব বিশ্বস্ততার সাথে মূল্যবান উপহার সামগ্রী ঢাকায় পাঠাচ্ছেন ।
অতি আগ্রহের সাথে দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের মালামাল ও সামগ্রী পৌঁছাতে বিশ্বস্ততা নিয়ে কাজ করেছেন কুরিয়ার সার্ভিস ২৪ লিমিটেড। যোগাযোগের ঠিকানা প্রেসক্লাব চৌগাছা অফিস ও চৌগাছা পৌরসভার সামনে। এখানে সকল ধরনের ডকুমেন্ট ও পার্সেল বুকিং করা হয়। ২৪ ঘন্টার মধ্যে মালামাল গন্তব্য স্থানে পৌছে দেয়া হয়। আজই এই ফোন নাম্বারে (০১৭১৬৮০২৯৬৫) যোগাযোগ করুন ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও বিডি ২৪ নিউজ পত্রিকার সম্পাদক এবং কুরিয়ার সার্ভিস ২৪ লিমিটেড চৌগাছা শাখার ব্যবম্থাপক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী।
এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন, বার্তাবিডি ২৪ ডট কমের চৌগাছা ( যশোর)প্রতিনিধি শাহিন সোহেল,কুরিয়ার সার্ভিস ২৪ লিমিটেড চৌগাছা শাখার আই টি অফিসার মোঃ ফারুক আহম্মদ, শাখা ম্যানেজার কবিরুল ইসলাম প্রমূখ।